চলমান কর্মসুচির অংশ হিসেবে আজ(৮মে) সকাল ১১টার সময় কালু মেকারপাড়া সংলগ্ন মাঠে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮নং বড়বাড়ী ইউনিয়নের ১ নং ও ২নং ওয়ার্ডের তিন শতাধীক গরিব অসহায় মানুষের মধ্যে চাল ও স্থানীয় সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমানের নিজ অর্থায়নে এসব চাল বিতরণ করা হয়।
জানাগেছে,করোনা কালীন সময়ে তিনি এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ও মানুষের বাড়ী বাড়ী গিয়ে ১৫০০ জন মানুষকে খাদ্য সামগ্রী চাল প্রদান করেন।
অন্যদিকে পল্লীচিকিৎসক,
সাংবাদিক,মসজিদের ইমামগণকে ৫৮টি ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)প্রদান করেন।
এছাড়াও উপজেলায় ৫ শতাধীক মানুষের মাঝে হ্যাণ্ড ওয়াশ,হ্যাণ্ড স্যানিটাইজার,১৭০০ মাক্স,২৫০০ সচেতনতামুলক প্রচারপত্র বিতরণ করেন।
আজ চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ড.টি এম মাহবুবর রহমান,সহ সভাপতি ডা.তোফাজ্জোল হোসেন তোফায়েল,সাংগঠনিক সম্পাদক এ্যাড.আবেদুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী জিল্লুর,উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম,রবিউল আলম, ইসমাইল,এন্তাজ,সলেমান,
তানজিমুল, আব্দুল হাকিমসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ যে, গত এক মাস যাবৎ ড.টিএম মাহবুবর রহমানের নিজ অর্থ্যায়নে চাল,ডাল,সাবান,হ্যাণ্ড ওয়াশ,হ্যাণ্ড স্যানিটাইজার,পিপিই,সচেতনতামুলক প্রচারপত্র ও মাক্স বিতরণ চলছে।