আবু সাইদ চৌধূরীঃ রানীনগর- নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে বিলের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিন রাজাপুর হাতিরপুল ব্রীজ নামকস্থানের হঠাৎ পাড়া গ্রামে এঘটনা ঘটে। শিশু মরিয়ম ওই গ্রামের বাবু মিয়ার মেয়ে।
স্থানীয় সুত্রে ও পারিবারিক সুত্রে জানা যায়,অদ্য বুধবার সকাল অানুমানিক ৮.০০ টায় শিশু মরিয়ম বিলের পানি থেকে হাঁস তুলতে নামে। এমত অবস্হায় তার অসাবধানতা বসত পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মরিয়ম কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,এঘটনায় কেউ কোন মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।
আবু সাইদ চৌধূরী
রানীনগর -নওগাঁ
মোবাইল নং০১৭১৮৮২৯১১৯। তারিখঃ ২৪/০৬/২০২০ ইং।