মোঃফজলুর রহমানঃ বালিয়াডাঙ্গী মৌজার জমি ক্রয়-বিক্রয়ের গড় পণ মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে বালিয়াডাঙ্গী মৌজাবাসী।
বালিয়াডাঙ্গী উপজেলায় ৭৮ টি মৌজা রয়েছে।চলতি বছরের তুলনায় প্রায় ২২ হাজার টাকা বাড়িয়ে আগামী ২০২১ ও ২০২২ সালের জন্য ৮০৫৩২ টাকা (ডাঙ্গা) ও ২৫২০২ টাকা(দলা)জমির গড় পণ মুল্য নির্ধারণ করে।
বালিয়াডাঙ্গী মৌজার ভৌগলিক অবস্থান দক্ষিনে দহসই মৌজা,পূর্বে আরাজি সরলিয়া, লালাপুর ও মধুপুর মৌজা,উত্তরে সাবাজপুর মৌজা,পশ্চিমে গোয়ালকারী ও বড়বাড়ী মৌজা অবস্থিত। বালিয়াডাঙ্গী মৌজাটি উত্তর দক্ষিনে প্রায় ৬ কিলোমিটার লম্বা।মৌজার সর্ব উত্তরের লোক জন তীরনই নদীর পাড় ঘেষে বসবাস করেন।এসব জমিতে এক ও দো ফসলী বলে এসব জমির দাম খুব কম।
বালিয়াডাঙ্গী মৌজার আশে পাশের মৌজাগুলোর গড় পণ মূল্য ৬ হাজার থেকে ২২ হাজারের মধ্যে। অপরদিকে বালিয়াডাঙ্গী মৌজার জমি ক্রয় বিক্রয়ের গড় পণ মূল্য প্রতি শতকে ৮০ হাজার ৫৩২ টাকা।যা সাধারণ মানুষের জন্য জমি ক্রয় বিক্রয় করা খুব কঠিন হয়ে পরেছে।প্রতি শতক জমির রেজিষ্ট্রি খরচ প্রায় ১০ হাজার টাকা।
অসহনীয় এ পণ মূল্য দ্রুত বাতিল করার আহবান জানান। এ সময় দ্রুত সমন্বয় করে গড় পণ মূল্য নির্ধারণ না করলে কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন আন্দোলন কারীরা।
রবিবার ব্যানার ফেস্টুন নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে জমির মালিকগণ এসব কথা বলেন।
মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বালিয়াডাঙ্গী মৌজার জমির মালিকগণ।
কর্মসূচির আহ্বায়ক উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের সোলেমান আলী জানান, ২০২১-২০২২ সালের জমি ক্রয় ও বিক্রয়ের জন্য রেজিষ্ট্রি গড় পণ মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা গেছে বালিয়াডাঙ্গী মৌজায় শহরের লাখ টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতে যা খরচ হচ্ছে অন্যদিকে ৫ হাজার টাকা মূল্যে ক্রয় করা ১ শতক জমি রেজিষ্ট্রি করতেও একই খরচ। যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছে। এটি সমন্বয় করা প্রয়োজন।
মানববন্ধনে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি.এম মাহবুবর রহমান, সাংবাদিক হারুন অর রশিদ,শিক্ষক জিল্লুর রহমান, ইউপি সদস্য রজব আলী,শফিকুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আরেফিন আলী,লাজিম উদ্দীন ও ওমর আলীসহ মৌজার জমির মালিকগণ বক্তব্য রাখেন।
পরে মানববন্ধনে অংশগ্রহণ করা জমির মালিকগণ বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।